ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ করলেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক
সারাদেশের মতো শিক্ষানগরী রাজশাহীতে দীর্ঘদিন পর খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরে রাজশাহী জেলার প্রায় প্রতিটি জায়গায় বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। এমনই আনন্দঘন পরিবেশের দেখা মিলেছে রাজশাহীর বাগমারা উপজেলার স্কুলগুলোতে।
রোববার (১২ সেপ্টেম্বর) সকালে বাগমারার শিকদারী সালেহা ইমারত গার্লস একাডেমিতে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় পাঠদানে শুভ কামনা জানিয়ে এমপি এনামুল হক শিক্ষার্থীদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেন। শুধু সালেহা ইমারত গার্লস একাডেমিই নয়, পর্যায়ক্রমে তিনি শিকদারী এলাকায় অবস্থিত বেশ কয়েকটি স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। এছাড়া শিক্ষার্থীদের নিজের পক্ষ থেকে শিক্ষা উপকরণ উপহার দেন।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে পাঠদান কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন। শিক্ষার্থীদের যেন ক্লাসরুমে বসার কোনো সমস্যা না হয় সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষা কর্মকর্তাদের তদারকির বিষয়েও নির্দেশনা দেন। একই সঙ্গে সরকার নির্দেশিত ১১টি নির্দেশনাও প্রতিপালনের অনুরোধ জানান।
পাঠদান কার্যক্রমে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মাহমুদ হাসান, রাজশাহী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, ইজি সোসাইটির চেয়ারম্যান মনিমুল হক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্কুল-কলেজের প্রধানসহ রাজনীতিক নেতারা।
ফয়সাল আহমেদ/এআরএ/জেআইএম