পাঁচ মাস পর মৃত্যুহীন রামেক করোনা ইউনিট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গে ও করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে দীর্ঘদিন পর একটি মৃত্যুহীন দিন পেলো রামেক হাসপাতাল।

সোমবার (২৫ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৫ মের পর এটিই প্রথম উপসর্গে ও করোনায় মৃত্যুহীন ঘটনা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে কোনো ব্যক্তি মারা যাননি। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। নতুন করে ভর্তিও হয়েছেন আটজন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে কোনো নমুনা পরীক্ষা হয়নি। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।

ফয়সাল আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।