খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ২৯ নভেম্বর ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের উদ্যোগে মশাল মিছিল বের হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে খানপুর গিয়ে শেষ হয়।

নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক নাহার সুলতানা, সাংগঠনিক সম্পাক ঢলি আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক দিপালী আক্তার ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিনু আক্তার প্রমুখ।

মিছিল শেষে আয়শা আক্তার দিনা বলেন, ‘বিনা বিচারে ষড়যন্ত্রমূলকভাবে বেগম খালেদা জিয়াকে হত্যার অপচেষ্টা চলছে। তার কিছু হলে এদেশের মানুষ মেনে নেবে না। ১৯৭১ সালে যুদ্ধ হয়েছিল স্বাধীনতার জন্য। এবার যুদ্ধ হবে মায়ের জন্য। খালেদা জিয়ার মুক্তি না হলে ঘরে ঘরে আগুন জ্বলবে। তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকারকে বাধ্য করতে হবে।’

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।