রাজশাহীতে করোনা সংক্রমণ বাড়ছে
রাজশাহীতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। ছাড়িয়ে যাচ্ছে একের পর এক শনাক্তের রেকর্ড। গত ১৯ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর রাজশাহী নগরীকে ‘রেড জোন’ ঘোষণা করেছে।
রোববার (৩০ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ল্যাবে ৬৪৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৬০ দশমিক ৮৫ শতাংশ। এদিনে করোনা উপসর্গে মারা গেছেন দুজন।
রামেকের দুই ল্যাবের করোনা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গত ২৩ জানুয়ারিতে ৩৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩৭ জন। পরদিন ২৪ জানুয়ারি ৪৫৮ জনের মধ্যে ২২৮ জন, ২৫ জানুয়ারি ৬৪১ জনের মধ্যে ৩১৩ জন, ২৬ জানুয়ারি ৬৪১ জনের মধ্যে ৩৫৭ জন, ২৭ জানুয়ারি ৫৫৩ জনের মধ্যে ২৯১ জন, ২৮ জানুয়ারি ৫২৯ জনের মধ্যে ৩৭৫ জন ও ২৯ জানুয়ারি ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের করোনা ধরা পড়ে।
প্রতিবেদনে দেখা গেছে, সংক্রমণের তুলনায় মৃত্যু হার অনেক কম। তবে প্রতিদিনই রাজশাহী জেলায় করোনার শনাক্ত ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা বৃদ্ধি পেলেও রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে না। তবে তৃতীয় ঢেউয়ে রোগীদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সেবা দিতে প্রস্তুতি রয়েছে।
ফয়সাল আহমেদ/আরএইচ/জিকেএস