খুলনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২৩৯ পরিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১২:৫৯ এএম, ২৭ এপ্রিল ২০২২

ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন। এর অংশ হিসেবে খুলনা জেলার রূপসায় ১৪টি, তেরখাদায় ৬৫টি, দিঘলিয়ায় ৩৫টি, ফুলতলায় চারটি, ডুমুরিয়ায় ৬৫টি, পাইকগাছায় ৩৬টি এবং দাকোপে ২০টি পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়।

খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের হল রুমে (মঙ্গলবার) উপজেলার ৬৫টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। অনলাইনে যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উপকারভোগীরা কথা বলেন।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

খুলনা জেলায় ১ম পর্যায়ে ৯২২টি গৃহ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং শতভাগ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রী ২০২১ সালের ২৩ জানুয়ারি ১ম পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। ২য় পর্যায়ে ১৩৫১টি গৃহের বরাদ্দ পাওয়া যায়। তৃতীয় পর্যায়ে খুলনার জন্য ৫ ধাপে ৯০৬টি গৃহের বরাদ্দ পাওয়া গেছে এবং গৃহ নির্মাণ কার্যক্রম চলমান আছে। এ পর্যায়ে আজ ২৩৯টি পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে ১ম পর্যায়ে দেশের সব জেলায় ৬৬১৮৯টি, ২য় পর্যায়ে ৫৩৩৪০টি এবং ৩য় পর্যায়ে ৬৫ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে।

আলমগীর হান্নান/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।