৩২ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলো আড়ং

দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আড়ংয়ের রাজশাহী আউটলেটে ক্রেতার কাছে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিধি অনুসারে জরিমানার শতকরা ২৫ ভাগ কমিশন হিসেবে পেয়েছেন ভোক্তা ইশতিয়াক আহম্মেদ।
সোমবার (৩০ মে) সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এক শুনানিতে এ জরিমানা করেন।
তিনি বলেন, ইশতিয়াক আহম্মেদ নামের একজন ক্রেতা ১১ মে রাজশাহী আড়ংয়ের আউটলেট থেকে একটি পায়জামা কিনেছিলেন। পায়জামার ট্যাগ মূল্য ছিল ৫৪৪ টাকা ১৯ পয়সা। কিন্তু আড়ং কর্তৃপক্ষ তার কাছে থেকে মূল্য হিসেবে নেন ৫৭৬ টাকা ৭৪ পয়সা। যা নির্ধারিত দামের চেয়ে ৩২ টাকা ৫৫ পয়সা বেশি। দাম বেশি রাখায় ক্রেতা তাতে আপত্তি জানালেও তা আমলে নেয়নি প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।
পরবর্তীতে ওই দিনই ভোক্তা ইশতিয়াক আড়ং রাজশাহী আউটলেটের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। ভোক্তার ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৩০ মে) সকাল ১০টায় শুনানি হয়।
শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আড়ংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪০ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগকারী আরোপিত জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে এক হাজার ২৫০ টাকা পেয়েছেন। অবশিষ্ট টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে বলেও জানান জাতীয় ভোক্তা অধিদপ্তরের এ কর্মকর্তা।
ফয়সাল আহমেদ/এফএ/জেআইএম