মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৪ জুলাই ২০২২
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসকর্মীরা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের একটি কার্টন কারখানার আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন।

মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

তিনি বলেন, সকাল ৮টার দিকে মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ও মেঘনা শিল্পাঞ্চলের আরও ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মেঘনা শিল্পাঞ্চলে কার্টন কারখানার আগুন নিয়ন্ত্রণে

বিগ্রেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির তথ্য এখনি বলা যাচ্ছে না। তদন্তের পর তা জানা যাবে।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।