সয়াবিন তেলের মূল্য বেশি রাখায় জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ০৪ জুলাই ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় খোলা সয়াবিন তেলের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মূল্য বেশি রাখার অপরাধে দুই দোকানিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ জুলাই) বিকেলে ফতুল্লা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

মো. সেলিমুজ্জামান বলেন, সয়াবিন খোলা তেলের মূল্যতালিকা প্রদর্শন না করায় এস মোহাম্মদ ট্রেডিংকে ১০ হাজার এবং সয়াবিন খোলা তেলের মূল্য তালিকা প্রদর্শন না করা ও তেলের মূল্য বেশি রাখার অপরাধে মিজান স্টোরকে ৩০ হাজারসহ মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।