খালাতো ভাইয়ের বিয়েতে যাওয়া হলো না শিশু আল-আমিনের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানিতে ডুবে আল-আমিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার তারাব বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আল-আমিন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লেংগুটিয়া এলাকার মো. জামাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালাতো ভাইয়ের বিয়েতে যোগ দিতে মা-বাবার সঙ্গে তারাব বাশঁপট্টি এলাকায় আসে আল-আমিন। বরযাত্রী যাওয়ার জন্য বেলা ১১টার দিকে শীতলক্ষ্যা নদীতে কয়েকজন শিশুর সঙ্গে গোসলে নামে সে। একপর্যায়ে তাকে না পেয়ে বাকিরা তার স্বজনদের বাড়িতে খবর দেয়। দ্রুত তাকে উদ্ধার করে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আল-আমিনের খালাতো ভাই কামাল বলেন, আমার বিয়েতে অংশ নিতে পরিবারের সঙ্গে এসেছিল আল-আমিন। বরযাত্রী যাওয়ার জন্য নদীতে গোসলে নামলে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ম্যানেজার আব্দুর রহমান রনি জাগো নিউজকে বলেন, দুপুরে আল-আমিন নামে একটি শিশুকে এখানে নিয়ে আসা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।
এসজে/জেআইএম