জোয়ারে ৩ ঘণ্টা ডুবেছিল উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৪ আগস্ট ২০২২

লক্ষ্মীপুরের রামগতিতে অস্বাভাবিক জোয়ারের পানিতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্র ডুবে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীসহ স্থানীয়রা।

রোববার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, টানা পাঁচদিনের জোয়ারে রামগতি ও কমলনগরের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ দুই উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

রামগতি পল্লীবিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারে উপজেলার আলেকজান্ডার এলাকায় ১০ কেভিএ উপকেন্দ্র হাটু পরিমাণ পানিতে ডুবে ছিল। এতে ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শনিবার বিকেলে একই কারণে প্রায় আধাঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এ কেন্দ্রের আওতায় অন্তত ৬০ হাজার গ্রাহক রয়েছেন।

আলেকজান্ডার বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ জানান, মেঘনার ভাঙনকবলিত এলাকায় দুটি বাজার। বাজারগুলো সারাদিন জমজমাট থাকে। প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের মতো এখানকার ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়৷ টানা ৩ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বেচাকেনা কম হয়।

পল্লীবিদ্যুতের রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, বিদ্যুৎ উপকেন্দ্র হাটু পরিমাণ পানিতে ডুবে ছিল। হাঁটাচলা সম্ভব হয়নি। এজন্য ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এখন স্বাভাবিক করা হয়েছে।

কাজল কায়েস/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।