একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমানের মায়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ১১:০৪ এএম, ৩১ আগস্ট ২০২২

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য আলোকচিত্রী পাভেল রহমানের রত্নাগর্ভা মা মতিজা রহমানের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টায় রংপুর কৈলাশরঞ্জন স্কুল মাঠে (শালবন) জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজ ও দাফন কাজে রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক পৌর মেয়র কাজী মোহাম্মদ জুন্নুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন মতিজা রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

মতিজা রহমান ছিলেন প্রয়াত পুলিশ সুপার মুজিবুর রহমানের সহধর্মিণী।

মতিজা রহমানের বড় ছেলে ডা. ওমর ফারুক, দ্বিতীয় সন্তান মেয়ে আমেরিকা প্রবাসী শাহানা পারভীন, তৃতীয় সন্তান একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী পাভেল রহমান ও কনিষ্ঠ মেয়ে প্রয়াত শিক্ষক রেহানা পারভীন।

জিতু কবীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।