দিনাজপুরে কৃষকবন্ধন কর্মসূচি পালন


প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৯ নভেম্বর ২০১৪

বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে কৃষকবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ফসলের লাভজনক দাম, সরকারি ক্রয়কেন্দ্র চালু, ভূমি অফিস ও পল্লী বিদ্যুতের অনিয়ন-হয়রানি-দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবিতে তারা এ মানববন্ধন করেছে।

শনিবার তেঁতুলিয়া থেকে কক্সবাজার পর্যন্ত কৃষকবন্ধন কর্মসূচি উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে এ মানববন্ধন পালিত হয়। এতে বক্তব্য রাখেন কৃষক সমিতির সভাপতি বদিউজ্জামান বাদল, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মেহেরুল ইসলাম, কৃষক সমিতির সাধারণ সম্পাদক দয়া রাম রায়, কৃষক সমিতির আবুল কালাম আজাদ, ইকবাল হাসান সিদ্দিকী, সবিতা রাণী রায়, খন্দকার আশরাফুজ্জামান, আজিজুল ইসলাম, ছাত্রনেতা ফিরোজ সরকার প্রমুখ।

বক্তারা মানববন্ধন কর্মসূচিতে দাবি জানান, ধান, গম, পাট, ভূট্টা, সবজিসহ ফসলের লাভজনক দাম চাই। অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করতে হবে। খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করতে হবে। সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমাতে হবে। সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে। বিএডিসিকে সচল, পল্ল­ীরেশন ও শস্যবীমা চালু করতে হবে। পল­ীবিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে। এছাড়াও কৃষক সমিতির উদ্যোগে দিনাজপুরের  বীরগঞ্জ ও ফুলবাড়ী উপজেলায় কৃষকবন্ধন অনুষ্ঠিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।