করোনা: রাজশাহী মেডিকেলে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কেউ ভর্তি হয়নি। এ সময়ের মধ্যে কেউ ছাড়পত্রও পাননি। সকাল পর্যন্ত এখানে ১৩জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এদিকে রাজশাহীতে আটজনের নমুনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ১২ দশমিক ৫০ শতাংশ।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।