প্রধানমন্ত্রীকে কটূক্তি

স্মৃতির জামিন আবেদন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ১০ অক্টোবর ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি মামলায় ‘রাজবাড়ীর রক্তকন্যা’ খ্যাত সোনিয়া আক্তার স্মৃতির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) সকালে রাজবাড়ীর ১ নম্বর আমলি আদালতের বিচারক কাইছুন নাহার তার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে জেলা আইনজীবী ফোরামের সভাপতি শাহিদুল ইসলামের নেতৃত্বে স্মৃতির জামিন আবেদন করা হয়। আদালত তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী।

ওই মামলায় মঙ্গলবার (৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে রাজবাড়ী পৌরসভার বেড়াডাঙ্গা এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও জেলা মহিলা দলের সদস্য। তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকার প্রবাসী মো. খোকনের স্ত্রী।

রুবেলুুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।