কোনো ভোট পাননি বালিয়াকান্দির সদস্য প্রার্থী রোকন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১৭ অক্টোবর ২০২২

রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের (বালিয়াকান্দি) সদস‌্য প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ রোকনুজ জামান কোনো ভোট পাননি।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ডা. মোহাম্মদ ফজলুল হক ভোটের ফলাফল ঘোষণার সময় এ তথ‌্য জানান।

জানা গেছে, এই নির্বাচনে বালিয়াকান্দির সাতটি ইউনিয়নে ৯৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে মো. আব্দুল বারিক বিশ্বাস অটোরিকশা প্রতীকে ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার খান টিউবওয়েল প্রতীকে পান ২৭ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী মো. শামীম মিয়া তালা প্রতীকে ৩১ ভোট পেলেও আইনজীবী মুহম্মদ রোকনুজ জামান উটপাখি প্রতীকে কোনো ভোট পাননি।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট শেষ হয়।

এ বিষয়ে শূন‌্য ভোট পাওয়া প্রার্থী অ্যাডভোকেট মুহম্মদ রোকনুজ জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় মন্তব‌্য জানা সম্ভব হয়নি।

রুবেলুর রহমান/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।