গাজীপুরে বগি লাইনচ্যুত

৮ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নিলে আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বাজ হিজলতলি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বগি উদ্ধার করে লাইন মেরামত করা হয়। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আখাউড়া থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী মালবাহী ট্রেন রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের বাজ হিজলতলি এলাকায় পৌঁছলে লাইনচ্যুত হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত হওয়া মালবাহী ট্রেনকে উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এ ঘটনায় লালমনি এক্সপ্রেস মৌচাক স্টেশনে, পঞ্চগড় এক্সপ্রেস জয়দেবপুর স্টেশনেসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বলেও জানান তিনি।

মো. আমিনুল ইসলাম/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।