মিরসরাইয়ে ভারতীয় মদসহ দশম শ্রেণির ছাত্র আটক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ০৩ নভেম্বর ২০২২
ফাইল ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে ভারতীয় মদসহ এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। সে উপজেলার ধুমঘাট হাজি চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) জোরারগঞ্জ থানার চিনকিরহাট বাজারের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এ সময় আরেকজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন মাদকসহ স্কুলছাত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিনকিরহাট বাজারের পাশে আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পুকুরপাড়ে অভিযান চালানো হয়। এ সময় ১৬ বোতল ভারতীয় মাদকসহ ওই স্কুলছাত্রকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় আরেকজন পালিয়ে যান।

ওসি নুর হোসেন জানান, ওই কিশোর ২০০ টাকার বিনিময়ে মাদক বিক্রি করে। সে আজম নগরের নুরনবী নামের এক মাদক ব্যবসায়ীর হয়ে কাজ করে।

মাদক উদ্ধারের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় ওই স্কুলছাত্রকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।