চাঁপাইনবাবগঞ্জে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
চাঁপাইনবাবগঞ্জে ১০ দফা দাবিতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হয়। এসময় আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো যানবাহন এই জেলা থেকে ছেড়ে যায়নি বা প্রবেশ করেনি। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।
এর আগে মঙ্গলবার (৩০ নভ্ম্বের) বিকেল পর্যন্ত দূরপাল্লার বাস সব ছেড়ে গেলেও যাত্রীদের নিয়ে আর ফেরেনি। এছাড়া বুধবার বিকেল থেকেই আন্তঃজেলা চলাচলকারী পরিবহনগুলোও বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এদিকে, বাস বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়ায় যাত্রী পরিবহন করছে রিকশা ও অটোরিকশাগুলো।
আলাউদ্দিন নামে এক যাত্রী বলেন, জেলা বাস টার্মিনালে এসে জানলাম পরিবহন ধর্মঘট। এখন যেকোনো মূল্যে রাজশাহীতে যেতে হবে। কিন্তু যেতে পারব কিনা তা নিয়ে সংশয়ে রয়েছি।
আসমা বেগম নামে আরও এক যাত্রী বলেন, পরিবহন ধর্মঘটের কারণে সড়কে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাচালকরা ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু করেছেন। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হচ্ছে সবাইকে। এতে ভোগান্তিতে পড়েছি আমরা।
রাজশাহী বিভাগের আট জেলায় একই সময়ে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এদিকে ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় সমাবেশে জনসমাগম ঠেকাতে ধর্মঘটের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান নান্নু বলেন, দাবি আদায়ে সরকারের সঙ্গে বারবার আলোচনা হলেও কোনো সমাধান না আসায় বাধ্য হয়ে এই ধর্মঘটের ডাক দিতে হয়েছে। যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে পরিবহন ধর্মঘট চলবে।
চাঁপাইনবাবগঞ্জে প্রতিদিনই আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে ৩৫০টির বেশি বাস চলাচল করে থাকে।
সোহান মাহমুদ/জেএস/জিকেএস