মক্তব থেকে বাড়ি ফেরা হলো না লামিয়ার
ফাইল ছবি
ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশাচাপায় লামিয়া আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার উথুরী খানাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। লামিয়া আক্তার ওই এলাকার সেবাহান মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে লামিয়া উথুরী খানাবাড়ি মসজিদের মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে একটি ব্যাটারিচালিত অটোরিকশা লামিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লামিয়ার মৃত্যু হয়। এসময় চালককে আটক করে এলাকাবাসী।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস