৩ ঘণ্টা পর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১০:৫৩ এএম, ২৬ ডিসেম্বর ২০২২

ময়মনসিংহে চট্টগ্রামগামী ট্রেনের লাইনচ্যুত হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সোয়া ১০টার দিকে বগি উদ্ধার করা হয়। এর আগে ১৭ ও ১১ ডিসেম্বর একই ট্রেনের বগি একই এলাকায় লাইনচ্যুত হয়েছিল।

ময়মনসিংহের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-চট্রগ্রাম, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামি ট্রেন চলাচল বন্ধ ছিল। বগি লাইনচ্যুত হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

jagonews24

সহকারী নির্বাহী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকার বলেন, এক বছরে চারবার এ ট্রেনের একই বগি লাইনচ্যুত হলো। এতে স্পষ্ট হয়েছে সমস্যা বগিরই। দুটি তদন্তে লাইনের ত্রুটির কথা বলা হলে তারা লাইনও ঠিক করেন। কিন্তু অন্য সব ট্রেন চললেও একই ট্রেনের একই বগি লাইনচ্যুত হচ্ছিল। ট্রেনটি চট্টগ্রামে মেরামত কারখানায় নেওয়া হচ্ছিল।

ময়মনসিংহ রেলওয়ে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. শাহীনুল ইসলাম বলেন, আগের জায়গাতেই ৭টা ৩৫ মিনিটের দিকে দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনটি ১৭ ডিসেম্বর লাইনচ্যুতের পর কারখানায় মেরামতের জন্য বুক দেওয়া হয়। মূলত ট্রেনটির বগির ট্রলির সমস্যা।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।