নতুন বই পেলো রাজবাড়ীর ৩ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

 

বছরের প্রথম দিন নতুন বই পেলো রাজবাড়ীর প্রাথমিক ও মাধ‌্যমিক স্তরের তিন লাখ ৩৬ হাজার ১০০ জন শিক্ষার্থী। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।

রোববার (১ জানুয়ারি) সকালে রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ‌্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসবের উদ্বোধন করা হয়।

বই উৎসবে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।

Rajbari2.jpg

এসময় সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম‌্যান ইমদাদুল হক বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মণ্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরবর্তীতে একে একে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ‌্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ‌্যালয়, ইয়াছিন ইচ্চ বিদ‌্যালয়, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ‌্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

জানা গেছে, সারাদেশের মতো এবছর রাজবাড়ীতে ৪৮২টি প্রাথমিক বিদ‌্যালয়ের দুই লাখ ১৭ হাজার ৩০১ জন এবং মাধ্যমিক স্তরের কারিগরি ও মাদরাসার ২৩২টি প্রতিষ্ঠানের এক লাখ ১৮ হাজার ৭৯৯ জন শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হয়েছে।

রুবেলুর রহমান/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।