শীতার্তদের পাশে রাজবাড়ীর আকবর খান ফাউন্ডেশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

রাজবাড়ীতে দুই শতাধিক অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আকবর খান ফাউন্ডেশন।

রোববার (১ জানুয়ারি) রাতে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকবরের খানের ৪৬ তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী রেলওয়ে স্টেশন ও আরএসকে ইনস্টিটিউটে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আকবর খান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও সিংগা নিজাতপুর বাজারের সভাপতি আজহার আলী খান, সাধারণ সম্পাদক আহম্মদ আলী চৌধুরী, আকবর খানের স্ত্রী ঝর্ণা আকবর, ছোট ভাই মাসুদ রানার স্ত্রী মৌসুমি আক্তার, ভাই বেলায়েত খানের স্ত্রী ছাকিরন, সদস্য ইউসুফ, সোহেল, মজিবর, মিলন, লিটন শেখ, জিল্লুর রহমান, রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক সুজন বিষ্ণু, এডিটর সোহাগুর রহমান প্রমুখ।

শীতার্তদের পাশে রাজবাড়ীর আকবর খান ফাউন্ডেশন

এর আগে রাজবাড়ী শহরের পৌর নিউ মার্কেটে আকবর খান ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে কেক কেটে তার ৪৬তম জন্মদিন উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আকবর খানের মা জুলেখা বেগম, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো, সিংগা নিজাতপুর বাজারের সাধারণ সম্পাদক সুমন শেখ প্রমুখ।

আকবর খান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আজহার আলী খান ও দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেখ দেলো বলেন, আকবর খান একজন রেমিটেন্স যোদ্ধা। প্রবাসে থেকেও তিনি সব সময় অসহায় মানুষের কথা ভাবেন। তিনি মহৎ ও উদার মনের একজন মানুষ। এরই মধ্যে তার মানবিক কর্মকাণ্ডের খবর চারদিকে ছড়িয়ে পড়েছে।

শীতার্তদের পাশে রাজবাড়ীর আকবর খান ফাউন্ডেশন

আকবর খানের স্ত্রী ঝর্ণা আকবর বলেন, এমন একজন মানুষের সহধর্মীনি হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই মানবিক কাজগুলো আমার স্বামীর অনেক ভাল লাগে। তিনি যেন এভাবে সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে পারেন সেজন্য সবাই দোয়া করবেন।

আকবর খান ফাউন্ডেশন ‘আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন’ স্লোগানে ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেও দীর্ঘ দিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকবর খান সামাজিক, সংস্কৃতিক স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। আকবর খান একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তিনি দাদশী ইউপির নিজাতপুর আব্দুল করিম খান হাফিজিয়া কওমি মাদরাসা প্রতিষ্ঠাতা, সার্কেল মিডিয়া নেটওয়ার্কের ব্যবস্থাপনা পরিচালক এবং রাজবাড়ী সার্কেল ও শান্তি সংঘের প্রধান উপদেষ্টা।

রুবেলুর রহমান/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।