সেনাবাহিনীর সেমিপাকা ঘর উপহার পেলেন ৪ বীর মুক্তিযোদ্ধা
ঘরের উদ্বোধনের পর মোনাজাত করা হয়
গেজেটে তালিকাভুক্ত রাজবাড়ীর চার বীর মুক্তিযোদ্ধাকে সেমি পাকা ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনা বাহিনী।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ঘরের চাবি তুলে দেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ মাহবুবুর রশীদ।

ঘর পাওয়া চার বীর মুক্তিযোদ্ধা হলেন- রাজবাড়ী সদর উপজেলা ছোট নুরপুরের বাসিন্দা করপোরাল মো. হারেজ আলী (অব.), জেলার চাঁদপুরের বাসিন্দা করপোরাল করিমুল হক (অব.), পাংশার যশাইয়ের বাসিন্দা করপোরাল আবু জাফর (অব.) ও বালিয়াকান্দি তুলসীর বাসিন্দা ল্যান্স করপোরাল ইয়াছিন শেখ (অব.)।
ঘর হস্তান্তরের পর প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস