মাছুদিঘি ভরাট

সিলেটের মেয়র-তিন সচিবসহ ১০ জনকে ‘বেলা’র নোটিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১১ জানুয়ারি ২০২৩

সিলেট নগরের মাছুদিঘি ভরাট ও বর্জ্য ফেলা বন্ধ, সংস্কার ও দখল হওয়া অংশ পুনরুদ্ধারে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও তিনটি মন্ত্রণালয়ের সচিবসহ ১০ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা।

বুধবার (১১ জানুয়ারি) রেজিস্ট্রি ডাকযোগে বেলার আইনজীবী এস হাসানুল বান্না নোটিশটি পাঠান।

নোটিশ প্রদানের বিষয়টি সন্ধ্যায় জাগো নিউজকে নিশ্চিত করেন বেলা সিলেটের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা।

তিনি বলেন, আইনি নোটিশে মাছুদিঘি ভরাট ও বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নোটিশ পাঠানোর সাত দিনের মধ্যে মেয়র এবং বাকি ৯ জন সরকারি কর্মকর্তাকে এ বিষয়ে নেওয়া পদক্ষেপ সম্পর্কে আইনজীবীকে জানানোর অনুরোধ করা হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।

নোটিশপ্রাপ্তরা হলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব; স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

নোটিশে বলা হয়, সিলেট নগরে মাছুদিঘি নামে প্রায় আড়াই একর আয়তনের একটি দিঘি ছিল। একসময় স্থানীয় লোকজন ওই দিঘির পানি দৈনন্দিন কাজে ব্যবহার করতেন। শিশু-কিশোরদের সাঁতার শিখতে ও নগরের অগ্নিনির্বাপণে দিঘির পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্প্রতি ওই দিঘির একাংশ ভরাট করে ফেলা হয়েছে। অবশিষ্ট অংশ ভরাট করে স্থাপনা নির্মাণের প্রস্তুতি চলছে। দিঘি ভরাট বন্ধ, সংরক্ষণ ও সংস্কার করে দিঘিটি উদ্ধারে সাত দিনের মধ্যে উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয় নোটিশে।

ছামির মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।