দুই দশক পর খুলনা মহানগর-জেলা যুবলীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

দুই দশক পর ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা মহানগর ও জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর এ সম্মেলন ঘিরে ক্ষমতাসীন দলের যুব সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মোটামুটি নিশ্চিত থাকলে জেলা কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে ঠাণ্ডা লড়াই। শেখ পরিবার ও শীর্ষ নেতাদের আশীর্বাদ পেতে সব চেষ্টাই অব্যাহত রেখেছেন পদ প্রত্যাশীরা।

যুবলীগের সাবেক নেতারা ছাড়াও এ পদ দুটিতে উঠে এসেছে ছাত্রলীগের একাধিক সাবেক নেতার নাম। প্রচার-প্রচারণায় নগরীর অধিকাংশ সড়কের বিলবোর্ড টানানো হয়েছে। পোস্টার না থাকলেও ফেস্টুনে ভরে গেছে গোটা এলাকা। শেষ সময়ে চলছে তোরণ নির্মাণের কাজ।

আরও পড়ুন: খুলনা যুবলীগের সম্মেলন: জেলায় চমকের আশা, নগরীতে প্রায় নির্ধারিত

দলীয় একাধিক সূত্র জানায়, করোনায় ২০২১ সালে খুলনা মহানগর ও জেলা যুবলীগের সম্মেলনের তোড়জোড় শুরু হয়। কিন্তু সেসময় সম্মেলন আলোর মুখ দেখেনি। সে সময়ে নেতৃত্বপ্রত্যাশীদের জীবন বৃত্তান্তও নেওয়া হয়।

ওই সময়ে মহানগর কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হলেও জেলায় সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য আবেদন করেছিলেন ১৭ জন। নগর সভাপতি-সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী যথাক্রমে বর্তমান আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও বর্তমান যুগ্ম-আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজন। ফলে নগরের নেতৃত্ব অনেকটা নিশ্চিত হলেও জেলায় চমকের সম্ভাবনা রয়েছে।



জেলায় সভাপতি পদে ছয়জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন জীবনবৃত্তান্ত জমা দেন। সভাপতি হতে চান- বর্তমান যুগ্ম-সম্পাদক যুবনেতা অজিত বিশ্বাস, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু, সাবেক ইউপি চেয়ারম্যান হাদীউজ্জামান হাদী, যুবনেতা সরদার জাকির হোসেন ও জসিম উদ্দিন বাবু।

আরও পড়ুন: যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চয়ন, সদস্য সচিব হারুন

সাধারণ সম্পাদক প্রত্যাশী ১১ জনের মধ্যে রয়েছেন- যুবনেতা এবিএম মরুজ্জামান, মাহফুজুর রহমান সোহাগ, সাবেক ছাত্রনেতা দেব দুলাল বাড়ই বাপ্পী, তসলিম হুসাইন তাজ, মো. মুশফিকুর রহমান সাগর, মো. আবু সাঈদ খান, বর্তমান যুবনেতা জলিল তালুকদার, মো. কামরুজ্জামান মোল্লা, হারুন আর রশিদ, আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রলীগ জেলা সভাপতি মো. পারভেজ হাওলাদার।

জেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী অজিত বিশ্বাস বলেন, দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় আমাদের সাংগঠনিক কাজ বাধাগ্রস্ত হয়েছে। দায়িত্ব পেলে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সংগঠনকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাই। সংকটকালে সংগঠনের জন্য কাজ করেছি। আগামীতে সেই ধারা অব্যাহত রাখতে চাই।

জেলায় নেতৃত্ব প্রত্যাশী ছাত্রলীগের খুলনা কমিটির সাবেক সভাপতি আরাফাত হোসেন পল্টু বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি থেকে বিদায় নিয়েও যুবলীগ ও দলের জন্য কাজ করছি। ছাত্রলীগ করার সময় দলকে এগিয়ে নেওয়ার জন্য যেভাবে কাজ করেছি। যুবলীগের সভাপতির পদ পেলে আরও বেশি কাজ করতে চাই।

আরও পড়ুন: সিরাজগঞ্জ যুবলীগের সম্মেলন আবারও স্থগিত

২০০৩ সালের ২৫ মে জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন ও ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর মহানগের দ্বিতীয় দফায় মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। দলীয় রাজনীতিতে মহানগর কমিটি সক্রিয় থাকলেও দীর্ঘদিন সম্মেলনের অভাবে নিষ্ক্রিয় জেলা যুবলীগ। ২০২১ সালে ২২ জানুয়ারি সম্মেলন ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেটি হয়নি।

অপরদিকে ২০১০ সালের ১১ জানুয়ারি নগর যুবলীগের ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। ওই কমিটিতে অ্যাডভোকেট সরদার আনিসুর রহমান পপলুকে আহ্বায়ক এবং মনিরুজ্জামান সাগর ও হাফেজ মো. শামীম যুগ্ম-আহবায়ক ছিলেন। দ্বিতীয় দফার কমিটিতে সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম পলাশ আহ্বায়ক ও নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহজালাল হোসেন সুজন যুগ্ম-সম্পাদক হন।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।