পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার দাবি
পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা ও ৭০ ভাগ মূল মজুরি হিসেবে দাবি করেছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (বিজিএসএফ)। এছাড়া পোশাক খাতের জন্য মজুরি বোর্ড পুনর্গঠনসহ ১০ দফা দাবি জানান তারা।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে সাভারের আশুলিয়া শ্রীপুর এলাকায় সংগঠনের প্রতিনিধি সম্মেলনে এ দাবি তোলা হয়।
আরও পড়ুন: ন্যূনতম মজুরির ঘোষণাসহ ৬ দফা দাবি পোশাক শ্রমিকদের
পোশাক শ্রমিকদের মজুরি ২২ হাজার টাকা, শ্রম আইন সংশোধন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, প্রত্যেক কারখানায় শ্রমিক কলোনি নির্মাণ, প্রতি শিল্প এলাকায় ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি ঘোষণা করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, ২০২৩ সালের মধ্যে মজুরি বোর্ড গঠন করে ২০২৪ সালের জানুয়ারিতে নতুন কাঠামোতে বেতন দিতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
আরও পড়ুন: ‘পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা প্রহসনমূলক’
সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সদস্য আনসার আলী দুলাল, বিজিএসএফের সাংগঠনিক সম্পাদক আলাল মোল্লা আওয়াল, শ্রমিক নেতা আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান নিপু/আরএইচ