পাঁচ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

ময়মনসিংহের নান্দাইলে ডাকাতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আফিল উদ্দিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। সাজা এড়াতে তিনি ২৭ বছর পলাতক ছিলেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার হারাঞ্জা এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আফিল উদ্দিন উপজেলার শেরপুর ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

নান্দাইল থানা সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আফিল উদ্দিনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি ডাকাতির মামলা হয়। মামলার পর থেকে আফিল উদ্দিন পলাতক ছিলেন। সেই মামলায় ২০০০ সালে আফিল উদ্দিনকে আদালত পাঁচ বছরের সাজা দেন। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও পাঁচ মাসের সাজা দেন। সাজা এড়াতে দীর্ঘ ২৭ বছর ঢাকা, গাজীপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি আফিল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে আদালত পাঠানো হয়েছে।

মঞ্জুরুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।