বিশ্ব পানি দিবসে সাতক্ষীরায় পানি শুনানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২২ মার্চ ২০২৩

‘পানি ও স্যানিটেশন সংকট সমাধানে ত্বরান্বিত পরিবর্তন’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকাল ১০টায় স্বদেশ সাতক্ষীরা ও জেলা নাগরিক কমিটির আয়োজনে শহরের কৃষি খামার বাড়ির সম্মেলন কক্ষে পানি শুনানি অনুষ্ঠিত হয়।

সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ আজাহার হোসেনের সভাপতিত্বে ও স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) প্রকৌশলী মো. হরুন অর রশিদ, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ আবদুল হামিদ ও সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মফিজুর রহমার প্রমুখ।

পানি শুনানিতে উপকূলে বসবাসরত ভুক্তভোগী মানুষেরা সুপেয় পানির বঞ্চনা আর কষ্টের কথা তুলে ধরে বলেন, জেলার আশাশুনি, তালা ও শ্যামনগরে সুপেয় খাবার পানির প্রচণ্ড সংকট। মিষ্টি পানির আধার পুকুরগুলোও এখন লবণাক্ত হয়ে গেছে। জলবায়ু পরিবর্তন ও মনুষ্যসৃষ্ট নানা কারণে উপকূলে পানীয় জলের সংকট সময়ের সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে। জনজীবনে যার সরাসরি প্রভাব পড়ছে।

সাতক্ষীরা উপকূলে পানি সংকটে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, নাগরিক আন্দোলনের কর্মী, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি, উপকূলে জলবায়ু ও পানি সংকট নিয়ে কমর্রত ৫০ জনের অধিক মানুষ এ শুনানিতে অংশগ্রহণ করেন।

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।