রাজশাহী শিক্ষা বোর্ডের ১৫ কর্মকর্তার পদোন্নতি স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২২ মার্চ ২০২৩
ফাইল ছবি

 

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৫ জন কর্মকর্তাকে দেওয়া পদোন্নতি স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৫ মার্চ ও ১৯ মার্চ দুটি চিঠিতে এই ১৫ কর্মকর্তার পদোন্নতি স্থগিত করে তাদের উত্তোলিত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২০ মার্চ) এসব চিঠি পেয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিব।

পদোন্নতি স্থগিত হওয়া কর্মকর্তারা হলেন- উপ-কলেজ পরিদর্শক নেসার উদ্দিন আহমেদ, উপ-বিদ্যালয় পরিদর্শক মানিক চন্দ্র সেন, সাবেক উপ-সচিব (প্রশাসন) ওয়ালিদ হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মঞ্জুর রহমান খান, ক্রীড়া কর্মকর্তা লিটন সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, অডিট কর্মকর্তা সেলিনা পারভীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) জাহিদুর রহমান ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উমা) হোসনে আরা আরজু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (জেএসসি) ফরিদ হাসান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (স্ক্রিপ্ট) রুবী, উপ-সচিব (ভান্ডার) দুরুল হোদা, উপ-সচিব (প্রটোকল) খোরশেদ আলম, উপ-বিদ্যালয় পরিদর্শক (রেজি) মো. নুরুজ্জামান ও লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন ডকুমেন্টেশন কর্মকর্তা সুলতানা শারমিন আক্তার।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, আমরা চিঠি পেয়েছি। মন্ত্রণালয় যা বলেছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক দুই চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ ও অধ্যাপক ড. মোকবুল হোসেনের কার্যকালে পদোন্নতির এসব অনিয়ম ঘটে। দু’দফায় ১৫ কর্মকর্তাকে পদোন্নতি দিতে নানা অনিয়ম করেন তারা। বোর্ডের সিলেকশন কমিটিও নিয়ম না মেনে তাদের পদোন্নতির সুপারিশ করে বলে তদন্তে উঠে আসে। এরপরই শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে শিক্ষা বোর্ডকে এদের পদোন্নতির আদেশ স্থগিত ও অতিরিক্ত অর্থ শিক্ষা বোর্ডের কোষাগারে জমা করতে নির্দেশ দেওয়া হয়।


সাখাওয়াত হোসেন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।