রেস্তোরাঁয় শিক্ষার্থীরা আড্ডা দেওয়ায় জরিমানা গুনলেন মালিক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সুযোগ দেওয়ায় রেস্তোরাঁ মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (২২ মার্চ) দুপুরে পৌর শহরের ছাবেদ প্লাজার তৃতীয় তলার ‘কুঁড়েঘর’ রেস্তোরাঁয় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার।
তিনি বলেন, রেস্তোরাঁটিতে অষ্টম থেকে দাদশ শ্রেণির ২৫ শিক্ষার্থী আড্ডা দিচ্ছিলেন। অভিযান চালিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে নাম-ঠিকানা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে রেস্তোরাঁ মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার সুযোগ দেওয়ায় রেস্তোরাঁ মালিককে এ জরিমানা করা হয়েছে। এসময় স্কুল-কলেজের পোশাক পরিধান করে কোনো শিক্ষার্থীকে রেস্তোরাঁয় প্রবেশ করতে দেওয়া হবে না মর্মে মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম