দাম বেড়েছে সবজির, স্থিতিশীল মাছের বাজার
রমজানের শুরুতে দাম বেড়েছে বেগুন-শসাসহ প্রায় সবধরনের নিত্যপণ্যের দাম। সরবরাহ কমের অজুহাতে সব সবজি কেজিপ্রতি ১০-২০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। চড়া কাঁচামরিচ-লেবুর দামও। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
নগরীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, বাজারে মাছের দাম স্থিতিশীল রয়েছে। ক্ষেত্র বিশেষে কিছু কিছু মাছের দাম কমেছে।
নগরীর জোড়াকল বাজারের সবজি বিক্রেতা মিরাজ মেম্বর জানান, গরমের সময় বাজারে সবচেয়ে বেশি চলে উচ্ছে, লাউ, পেঁপের মত সব সবজি। এ সবজিগুলোর দাম এখন সবচেয়ে বেশি। আর শীতকালীন সবজির মধ্যে শুধুমাত্র বাঁধাকপি ও সিম ছাড়া অন্য কোনো সবজি নেই। ফলে এ দুই সবজিও বিক্রি হচ্ছে বেশ চড়া দামে।
আরও পড়ুন: হাত বদলেই বাড়ে সবজির দাম
তিনি জানান, শনিবার বাঁধাকপি ২৫ টাকা, সিম ৫০ টাকা, লাউ ৪০-৭০ টাকা, উচ্ছে কেজি ৬০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঝিঙে ৮০ টাকা, কুশি ৬০ টাকা, কচু ৫০ থেকে ৬০ টাকা, লাল শাক ৪০ টাকা, পালং শাক ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, আলু ২০ টাকা, মূলা ২০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, কাঁচামরিচ ৮০-১০০ টাকা বিক্রি হচ্ছে।
বাজারে শসা ৬০ টাকা, মরিচ ১০০ টাকা, কাগজি লেবুর হালি ৫০ টাকা ও সুগন্ধি লেবু ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারের মাছ ব্যবসায়ী নেয়ামত আলী জানান, রমজান শুরুর আগ থেকে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। খাল-বিল শুকিয়ে যাবার পর অনেকে মাছ নিজেদের পুকুরে সংরক্ষণ করেন। তারা এখন মাছ বিক্রি করতে শুরু করেছেন।
বাজারে রুই-মৃগেল ২২০-২৫০ টাকা, টেংরা ৪০০-৪৫০ টাকা, শোল ও টাকি ৩০০-৫৫০ টাকা, দেশি কই মাছ ৬০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, কার্প জাতীয় মাছ ১৫০-২৫০ টাকা, সাগরের মাছ বিক্রি হচ্ছে ১৫০-২৫০ টাকা।
এদিকে বাজারে বেড়ে যাওয়া মুরগির দাম কমেনি। ব্রয়লার ২৪০ টাকা, লেয়ার ৩২০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, পাতি হাঁস ৩০০ টাকা, চায়না হাঁস ৫০০ টাকা, রাজহাঁস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।
আলমগীর হান্নান/আরএইচ/এএসএম