বৈকালিক চেম্বার

রাজবাড়ী হাসপাতালে দুই ঘণ্টায় এলো ৮ রোগী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ৩০ মার্চ ২০২৩
বৈকালিক চেম্বারে রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে

রাজবাড়ী সদর হাসপাতালে শুরু হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বা বৈকালিক চেম্বার। এর মধ্য দিয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের মতোই সরকারি হাসপাতালে ফি দিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পাচ্ছেন রোগীরা।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৩টায় রাজবাড়ী সদর হাসপাতালসহ সারাদেশের ৫১টি সরকারি হাসপাতালে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ‌্যমন্ত্রী।

এদিকে উদ্বোধনের দুঘণ্টার বেশি সময় পার হলেও রাজবাড়ীর বৈকালিক চেম্বারে এসেছেন মাত্র আট রোগী। এরমধ্যে দুজন অর্থপেডিক ও ছয়জন শিশু রোগী। এ অবস্থায় অলস সময় পার করছেন চিকিৎস ও তার সহযোগীরা।

jagonews24

অপরদিকে পর্যাপ্ত প্রচার-প্রচারণার অভাবে রোগীর সংকট বলে ধারণা সংশ্লিষ্টদের। এছাড়া উদ্বোধন উপলক্ষে রাজবাড়ীতে তেমন কোনো আনুষ্ঠানিকতা চোখে পড়েনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন তিনজন চিকিৎসক রোগী দেখবেন। কোন ডাক্তার কোন দিন রোগী দেখবেন তার একটি তালিকা হয়েছে। ডাক্তারদের ক‌্যাটাগরি অনুযায়ী সরকার ফি নির্ধারণ করেছেন। এছাড়া প্রয়োজন হলে হাসপাতালের প‌্যাথলোজি, এক্ম-রে ও আল্ট্রা বিভাগে পরীক্ষা-নিরীক্ষার ব‌্যবস্থাও আছে।

jagonews24

সালমা নামে এক শিশুর মা বলেন, ‘হাসপাতালে এসে জেনেছি এখানে প্রাইভেটভাবে শিশু ডাক্তার বাচ্চাদের দেখছেন। তাই আমার সন্তানকে দেখাতে এসেছি। হাসপাতালে যদি প্রাইভেটভাবে সব ধরনের রোগী ডাক্তাররা দেখেন তাহলে সবার জন‌্যই ভালো। আর এখানে কোনো সিরিয়াল নাই। সরাসরি এসে ডাক্তারকে দেখাতে পারছেন।’

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান জাগো নিউজকে বলেন, প্রথম দিন শিশু ও অর্থপেডিক ডাক্তার রোগী দেখছেন। প্রচারণার অভাবে আজ রোগী হয়নি। তবে শনিবার থেকে আশা করছি রোগী হবে। এছাড়া আনুষ্ঠানিকতার কোনো নির্দেশনা না থাকায় কোনো আনুষ্ঠানিকতা করেননি। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ব‌্যস্ত থাকায় আসতে পারেননি। তবে তারা উদ্বোধনের সময় জুমে যুক্ত ছিলেন।

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।