কাবিটা প্রকল্পের কাজ ভেকু দিয়ে করছেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ৩১ মার্চ ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের কাজ ভেকু দিয়ে করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এনিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরাপাড়া ইউনিয়নের দুলালী গ্রাম থেকে ছোট কুমারদিয়া কালিমন্দির পর্যন্ত রাস্তাটির নির্মাণ কাজ চলমান রয়েছে। কাবিটা প্রকল্পের রাস্তাটি নির্মাণের কার্যাদেশ পান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির। প্রকল্পের এ রাস্তাটি শ্রমিক দিয়ে করার কথা থাকলেও চেয়ারম্যান সেটি ভেকু মেশিন দিয়ে করছেন।

ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. ফায়েক মোল্লা বলেন, প্রকল্পের এ রাস্তাটি শ্রমিক দিয়ে নির্মাণ করার নিয়ম। এতে রাস্তা নির্মাণের পাশাপাশি অসহায়-গরীব শ্রমিকরা কাজের বিনিময়ে কিছু টাকা পেয়ে থাকেন। কিন্তু চেয়ারম্যান আমাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই মনগড়া বেকু দিয়ে কাজ করে যাচ্ছেন। কিছু বললে আমাদের নানাভাবে হুমকি দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ইউপি সদস্য (মেম্বার) অভিযোগ করেন, চেয়ারম্যান গ্রাম পুলিশ (চৌকিদার) মিন্টু মিয়াকে দিয়ে ভেকুর মাধ্যমে রাস্তার কাজ করাচ্ছেন। এতে অসহায়রা বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন: কাবিখা প্রকল্পে পুকুর চুরির অভিযোগ

এ ব্যাপারে প্রকল্পের সভাপতি ও নারী ইউপি সদস্য মোসা. সম্পা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্বামী ও একই ইউনিয়নের গ্রাম পুলিশ মিন্টু মিয়া বলেন, চেয়ারম্যান সাহেব রাস্তাটি নির্মাণ কাজের দায়িত্ব আমাকে দিয়েছেন। তাই আমি ভেকু দিয়ে কাজটি করছি। এটি কোন প্রকল্পের কাজ সেটি আমি জানি না।

এ বিষয়ে জানতে চাইলে পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, এতোটুকু কাজের জন্য ঘটনাস্থল পর্যন্ত যাওয়া লাগে নাকি? আপনারা আমার সঙ্গে দেখা করেন। তবে শ্রমিকের পরিবর্তে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে কোনো মন্তব্য করেননি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির জাগো নিউজকে বলেন, কাবিটা প্রকল্পের কাজটি চেয়ারম্যান কি দিয়ে কাজ করছেন সেটি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনুল হক বলেন, কাবিটা প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে করতে হবে। ভেকু বা কোনো ধরনের যন্ত্র দিয়ে করার নিয়ম নেই। বিষয়টি জেনে প্রকল্প কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।