রাজশাহীতে দুই বাসের মুখোমুখী সংঘর্ষে নিহত ৩
রাজশাহীতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।
রাজশাহীর মতিহার থানার কাটাখালী এলাকায় রোববার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী সদর দমকল বাহিনীর সহকারী পরিচালক আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।