ঘুম থেকে তুলে নিয়ে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৪ মে ২০২৩
ফাইল ছবি

ময়মনসিংহের ধোবাউড়ায় ঘুম থেকে তুলে ডেকে নিয়ে লস্কর আলী (৬৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) ভোরের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (৩ মে) দিনগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ গামারীতলার সাতানীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লস্কর ওই গ্রামের গুঞ্জর আলীর ছেলে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন লস্কর আলী। মধ্যরাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে ঘুম থেকে ডেকে নিয়ে বাড়ির পাশে ধানক্ষেতে নিয়ে যান। পরে ছুরিকাঘাত করেন তারা। একপর্যায়ে মৃত ভেবে ফেলে রেখে যান। কিছুক্ষণ পরে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে যান লস্কর আলী। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ভোরের দিকে তিনি মারা যান।

ওসি টিপু সুলতান বলেন, নিহত লস্কর আলীর সঙ্গে প্রতিবেশীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। লস্করের পরিবারের লোকজন সন্দেহভাজন কয়েকজনের নাম বলেছেন। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।