শীতলক্ষ্যায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১০ মে ২০২৩

নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ময়মনসিংহপট্টি এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা দিয়েছে এলাকাবাসী।

বুধবার (১০ মে) দুপুরে বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো অভিযানের সময়ে এ ঘটনা ঘটে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির কাগজপত্র দেখার পরে আলোচনা সাপেক্ষে ওইসব স্থাপনা ভাঙার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা শান্ত হয়।

পরে একরামপুর ইস্পাহানী এলাকায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় অনুমোদনহীন কয়েকটি ডকইয়ার্ডের দখল করা স্থাপনা, ৯টি পাকা ঘর, ১০টি সেমিপাকা ঘর, ২০টি টিনশেড ঘর, টং ঘরসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বুধবার শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দরের ময়মনসিংহপট্টি এলাকার অভিযানের সময় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় কয়েকজন বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। তারা দাবি করেন, এসব জায়গা শিল্প মন্ত্রণালয় থেকে কিনেছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় জমির মালিকদের কাগজপত্র নিয়ে অফিসে যোগাযোগ করতে বলা হয়। কাগজপত্র যাচাই করে ওই এলাকায় অভিযান চালানোর আশ্বাস দিলে তারা শান্ত হয়ে চলে যান। পরে একরামপুর ইস্পাহানী এলাকায় অভিযান চালিয়ে পাকা ও সেমিপাকা স্থাপনাসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম, উপ-পরিচালক সাইফুর রহমান, ইসমাইল হোসেন, সহকারী পরিচালক নাহিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।