লক্ষ্মীপুর
প্রথম দিনে এক কেজি ধানও সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ
লক্ষ্মীপুরে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। এবার জেলায় ৮৮৮ মেট্রিক টন ধান ও পাঁচ হাজার ১৩ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রথমদিন মিল মালিকদের কাছ থেকে ৪৪ টাকা কেজি দরে ২০ টন বোরো চাল সংগ্রহ করা হয়েছে। তবে কোনো ধান সংগ্রহ হয়নি।
রোববার (২১ মে) বিকেলে জেলা খাদ্য গুদামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ ফিতা কেটে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নূর এ আলম সভাপতিত্বে অনুষ্ঠানে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. জাকির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৬ গুদামে এক কেজি ধানও সংগ্রহ হয়নি
আনোয়ার হোছাইন আকন্দ বলেন, উৎপাদিত ধান থেকে কৃষককে ন্যায্য মূল্য পাইয়ে দিতে সরকার ধান-চাল ক্রয় কার্যক্রম শুরু করেছেন। নিয়ম অনুযায়ী কৃষকরা তাদের উৎপাদিত ধান-চাল ক্রয় করতে পারবেন। এতে কৃষকরা যেন হয়রানি না হন সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবির, জেলার পাঁচ উপজেলায় এবার সরকারিভাবে ৮৮৮ মেট্রিক টন ধান ও পাঁচ হাজার ১৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এতে প্রতি কেজি চাল ৪৪ টাকা ও ৩০ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে।
কাজল কায়েস/আরএইচ/এএসএম