খুলনায় মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:৩০ পিএম, ২৩ মে ২০২৩

খুলনায় চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত হয়েছে আজ (মঙ্গলবার)। সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে প্রায় ৪০ মিনিটে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে তলিয়ে যায় নগরীর রাস্তাঘাট। ড্রেন উপচে ময়লা আবর্জনাযুক্ত পানি প্রবেশ করে রাস্তার দুই পাশের বাড়িঘরে।

খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, আজ সন্ধ্যার আগে থেকেই দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। সেই সঙ্গে ছিল ভারী বর্ষণ। আজ চলতি মৌসুমের রেকর্ড ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এদিকে ভারী বর্ষণের কারণে নগরীর রয়্যাল মোড়, মিউনিসিপ্যাল ট্যাংক রোড, পিটিআই মোড়, টুটপাড়া মেইন রোড, দোলখোলা মোড়সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।

নগরীর দোলখোলা মোড়ের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, রাস্তার পানি বাড়িতে প্রবেশ করেছে। নোংরা আবর্জনাযুক্ত পানিতে তলিয়ে গেছে বাড়ির উঠান।

এদিকে প্রচণ্ড গরমের মধ্যে সন্ধ্যায় মুষলধারে বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি।

আলমগীর হান্নান/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।