মেয়র আরিফের বাসায় নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৮ মে ২০২৩

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।

রোববার (২৮ মে) দুপুরে নগরের কুমারপাড়ায় মেয়র আরিফের বাসভবনে উপস্থিত হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তাকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক চৌধুরী।

এসময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় শেষে সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী আরিফুল হকের দোয়া সমর্থন ও সার্বিক সহযোগিতা চান।

গত ২০ মে নগরের রেজিস্টারি মাঠে নাগরিক সমাবেশ করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এবারের নির্বাচন বর্জন করে নগরবাসীকে ভোটে না যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রথমবারের মতো ইভিএমে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জুন। ২৩ মে ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২৫ মে মনোনয়নপত্র যাছাই-বাছাই সম্পন্ন হয়েছে। ১ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২ জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ছামির মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।