শিশু অপহরণের পর ১৫ হাজার টাকায় বিক্রি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৩:১৮ পিএম, ৩০ মে ২০২৩
মায়ের কোলে ফিরেছে অপহৃত শিশু

সিলেটের গোয়ইনঘাট থেকে শাহজাহান নামে ১৪ মাসের শিশুকে অপহরণের পর ১৫ হাজার টাকায় বিক্রি করে দেন অপহরণকারী। হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অপহৃত ওই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে সহযোগিতার অভিযোগে মমতা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দুপুরে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. সেলিম প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানিয়েছেন।

শেখ মো. সেলিম বলেন, ২৭ মে সকালে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের উপরগ্রামের মো. ফয়জুদ্দিনের ছেলে শাহজাহান নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে ফয়জুদ্দিন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামের মমতা বেগম (৪৫) নামে এক নারীর বাড়িতে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, অপহরণের মূল পরিকল্পনাকারী জাফর প্রকৃত পরিচয় গোপন রেখে শিশু শাহজাহানকে অপহরণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী জাফর নিজেকে অসহায় ও অনাথ পরিচয় দিয়ে ফয়জুদ্দিনের বাড়িতে অবস্থান নেন। ২০ দিন শনিবার সুযোগ বুঝে ওই শিশুকে অপহরণ করে হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ে মমতা বেগমের কাছে ১৫ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান জাফর। পলাতক জাফরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ছামির মাহমুদ/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।