শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় গার্মেন্ট বন্ধ


প্রকাশিত: ০৫:৫১ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

শ্রমিক অসন্তোষের জের ধরে শিল্পাঞ্চল আশুলিয়ার ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনে অবস্থিত বিদেশী মালিকানাধীন প্যাডাক জিন্স কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাটির মূল ফটকে মঙ্গলবার সকালে এই ছুটির নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

এ সময় কাজে যোগদান করতে আসা শ্রমিকরা বন্ধের নোটিশ দেখতে পেয়ে কারখানার সামনে অবস্থান নিতে চাইলে শিল্প পুলিশের সদস্যরা তাদের সরিয়ে দেয়। জানতে চাইলে কারখানার এ্যাডমিন ম্যানেজার মাজাহার হোসেন বন্ধের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানার ভিতরে ব্যাপক ভাঙচুর হওয়ায় সেগুলো মেরামতের জন্য কারখানাটি বন্ধ রাখা হয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।