চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে ঝুট ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৪:৪০ এএম, ১৫ মার্চ ২০১৬

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে আবু জাহিদ (৪৫) নামে এক ঝুট ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার রাত ২টার দিকে নগরীর সদরঘাট থানার কামাল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

সদর ঘাট  থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আবু জাহিদ ৪৭ নম্বর পূর্ব মাদারবাড়ি কামাল গেট এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘রাত ২টার দিকে কামাল গেট এলাকার নিজ বাসার সামনে দুর্বৃত্তের গুলিতে আহত ঝুট ব্যবসায়ী আবু জাহিদকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবন মুছা/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।