খুলনা মেডিকেলে একদিনে ভর্তি ১০ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১১:১২ এএম, ১১ জুলাই ২০২৩
ফাইল ছবি

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনে ১০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চলতি বছরে এ পর্যন্ত মোট ৯০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন।

আলমগীর হান্নান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।