ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক কাশেম সরকার আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রবীণ সাংবাদিক এমএ কাশেম সরকার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নেক্সাস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারাকান্দা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। ঘটনার দিন সকালে তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর নেক্সাস হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নড়াইলে সাংবাদিক সাথী তালুকদার মারা গেছেন

এমএ কাশেম সরকার ফুলপুর ও তারাকান্দা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এমএ কাশের সরকারের মৃত্যুতে তারাকান্দা প্রেস ক্লাবের নেতারা শোক প্রকাশ করেছেন। এছাড়াও, তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

মঞ্জুরুল ইসলাম/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।