দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার আগেই কাউন্সিলরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২৩

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার আগেই বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান দুলাল (৬৪) মারা গেছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাতে নগরীর বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মসজিদে জানাজা শেষে হাতেম আলী চৌমাথার মার্কাস মসজিদ সংলগ্ন গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক বিরাজ করছে।

আওয়ামী লীগ নেতা লস্কর নুরুল হক জাগো নিউজকে বলেন, আনিছুর রহমান দুলাল ২২ নম্বর ওয়ার্ড থেকে ২০২৩ সালের সিটি নির্বাচনে দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে তিনি বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি, মহানগর আওয়ামী লীগের সদস্য ও বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদের (বাকসু) সাহিত্য সম্পাদকসহ একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র খোকন সেরনিয়াবাত।

শাওন খান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।