নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হচ্ছে না : বদিউল আলম


প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৭ মার্চ ২০১৬

দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম। তিনি বলেন, এই নির্বাচন দেশে নতুন করে সমস্যা সৃষ্টি করবে।

রোববার বিকেলে চট্টগ্রামে অ্যাকটিভ সিটিজেনের আঞ্চলিক সামিট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করে বৃটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দেশের সমস্যা সমাধান না করে বরং বেশি সমস্যা সৃষ্টি করছে উল্লেখ করে সুজন সম্পাদক বলেন, এর মাশুল জাতি হিসেবে আমাদেরকে দিতে হবে।

যে নির্বাচনটা হচ্ছে এটা সুষ্ঠু  ও নিরপেক্ষ হচ্ছে না, নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা পালাবদলের একমাত্র উপায়, এটা আমাদের সমস্যার সমাধান না করে এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে, আমরা আরো সমস্যার দিকে এগিয়ে চলছি, উল্লেখ করেন বদিউল আলম।

তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নির্বাচন কমিশনের দায়িত্ব, তারা এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, এটা সবাইকে অনুধাবন করতে হবে, না হলে আমরা আরো সমস্যায় পড়ে যাবো।

অনুষ্ঠানে ওয়াশিকা আয়েশা খান এমপি, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সিকান্দার খান, বৃটিশ কাউন্সিলের সেন্টার ব্যবস্থাপক নাহিদ খান বক্তব্য রাখেন। এর আগে সকালে অতিথিগণ বেলুন উড়িয়ে দিনব্যাপি এই সামিটের উদ্বোধন করেন।

জীবন মুছা/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।