চাল-চিনিতে স্বস্তি নেই মিরসরাইয়ে

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১১:২৫ এএম, ০২ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামের মিরসরাইয়ে চাল-চিনির দাম না কমলেও স্বস্তি এসেছে শীতকালীন সবজি, ব্রয়লার মুরগি, ডিম ও মাছে। নতুন চাল বাজারে এলেও কমেনি দাম। প্রতি কেজি মোটা চাল কিনতে গুনতে হচ্ছে ৫২-৫৪ টাকা। এছাড়া খোলা চিনির কেজি বিক্রি হচ্ছে ১৪৫-১৫০ টাকা দরে। প্যাকেটজাত চিনির জন্য গুনতে হচ্ছে ১৬০-১৭০ টাকা।

মিরসরাইয়ের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে চলতি সপ্তাহে আগের মতই ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া শীতকালীন সবজি আমদানি ভালো থাকায় শিম, গাজর ও ফুলকপিসহ সব ধরনের সবজির দাম স্থিতিশীল রয়েছে।

jagonews24

আরও পড়ুন: সবজিতে স্বস্তি, কমেনি চাল-ডাল-মাছ-মাংসের দাম

মিঠাছড়া বাজারের মুরগি বিক্রেতা দিল মোহাম্মদ বলেন, গত সপ্তাহের শুক্রবার ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজিতে বিক্রি করেছি। আজও একই দামে বিক্রি করছি। এছাড়া সোনালি ২৭০ টাকা, সোনালি হাইব্রিড ২৬০, দেশি মুরগি ৫০০ থেকে ৫২০, লেয়ার ২৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।

মিরসরাই পৌরসদর বাজারের সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, বাজারে শীতের সবজির আমদানি বাড়ছে।তাই এখন দাম কম। আগামী সপ্তাহে এর দাম আরও কমতে পারে।

jagonews24

বাজারে বেগুন বিক্রি হয়েছে প্রতি কেজি ৪৫-৫০ টাকায়, করলা ৫০, ঢেঁড়স ৫০, পটল ৫০, বরবটি ৭০, ধুন্দুল ৪০, চিচিঙ্গা ৫০, শসা ৫০-৬০, পেঁপে ৩০, মুলা ৩০ টাকা, লাউ আকারভেদে ৪০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৫০ টাকার মধ্যে। এছাড়া লেবুর হালি ২০-৪০ টাকা। এদিকে আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকা, নতুন আলু ৭০, দেশি পেঁয়াজ ১৩০, ভারতীয় পেঁয়াজ ১০০ এবং কাঁচা মরিচ ৮০-১২০ টাকায়। পাকা টমেটো ১২০ টাকা, গাজর ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাল শাক ১৫ টাকা আঁটি, লাউ শাক ২০, মূলা শাক ১০, পালং শাক ১৫, কলমি শাক ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

jagonews24

আরও পড়ুন: রাজশাহীতে বেড়েছে সবজি-মাছ-চিনি-ডালের দাম

বড়তাকিয়ায় বাজার করতে আসা মো. কেফায়েত উল্লাহ বলেন, সবজি, মাছ, মুরগির দাম এখন নাগালের মধ্যে আছে। তবে চাল-চিনির দাম কমেনি। ফলে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর চলতে অনেক কষ্ট হচ্ছে।

এম মাঈন উদ্দিন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।