রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১৪ মে ২০২৪

রাজবাড়ীর কালুখালীতে শিশু ধর্ষণ মামলায় হাসানুজ্জামান ওরফে লিটন (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লিটন কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মো. আইয়ুব মণ্ডলের ছেলে।

মামলা সূত্র জানা গেছে, ২০২৩ সালের ১৯ মার্চ সন্ধ্যায় হাসানুজ্জামান ওরফে লিটন তার প্রতিবেশীর দ্বিতীয় শ্রেণি পড়ূয়া শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে অসুস্থ হয়ে পড়লে শিশুটি বিষয়টি তার মাকে জানায়। জানাজানি হলে স্থানীয়রা হাসানুজ্জামান লিটনকে মারধর করে। একপর্যায়ে পুলিশ এসে তাকে আটক করে। ওই শিশুর বাবা বাদী হয়ে ২০২৩ সালের ২১ মার্চ কালুখালী থানায় মামলা করেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সাইফুল হক বলেন, এ ধরনের রায়ে অপরাধপ্রবণতা কমে আসবে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।