একাকিত্ব দূর করতে ৭৫ বছর বয়সে বিয়ে করলেন আনোয়ার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:০২ পিএম, ৩০ মে ২০২৪

বয়স ৭৫ বছর। জীবনের শেষ প্রান্তে এসে ভুগছিলেন একাকিত্বে। তবে এভাবে একাকিত্ব আর কত দিন! অবশেষে সন্তানদের সম্মতিতে নিজের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়েই করে ফেললেন আনোয়ার মোল্লা ওরফে আনু মোল্লা। পাত্রী সুফিয়া বেগমের বয়স ৪০ বছর।

বড় আনোয়ার মোল্লা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার বাসিন্দা। বুধবার (২৯ মে) তাদের বিয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় ওই বৃদ্ধের ছেলেমেয়ে ও এলাকাবাসীর উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, আনোয়ার মোল্লা এর আগে দুটি বিয়ে করেন। তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। প্রায় এক বছর আগে পারিবারিক কলহের জেরে আনু মোল্লাকে তালাক দিয়ে চলে যান ওই স্ত্রী। তার প্রথম স্ত্রীর ঘরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। এরপর থেকে একাকিত্বে ভুগছিলেন আনু মোল্লা। পরে সন্তানদের সম্মতিতে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। রাজবাড়ী শহরের ভবানীপুরের নিঃসন্তান সুফিয়া বেগমকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আনোয়ার মোল্লা।

বর আনোয়ার মোল্লা বলেন, ছেলেমেয়েদের কাছে তিনি বিয়ের কথা বললে তারা মেয়ে দেখতে বলে। পরে নিজেই মেয়ে দেখে পছন্দ করে বাড়িতে নিয়ে এসে বিয়ে করেন।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, ফেসবুকে বিষয়টি জেনেছি। তাদের দাম্পত্য জীবন সুখের হোক।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।