কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ১১:৩৩ এএম, ২৯ এপ্রিল ২০১৬
ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়া ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করা হয়েছে। বিকেল সোয়া ৫টায় যমুনা সেতু থেকে চট্টগ্রামগামী ট্রেনটি উদ্ধার করা হয়। এর ফলে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ৩৮ ডাউন নামে ওই মেইল ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এতে ওই ট্রেনের দুইপাশে আটকা পড়ে কয়েকটি ট্রেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ভৈরব থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত হওয়া ট্রেনটি উদ্ধারের পর বিকেল সোয়া ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নূর মোহাম্মদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।